
বর্তমান যুগের সাথে চলার জন্য কর্মমুখী প্রযুক্তিগত শিক্ষার খুব ই প্রয়োজন। আর এই শিক্ষাকেই আমাদের যুব সমাজের কাছে সহজলভ্য করতে SMC ACADEMY নিয়ে এসেছে অনেকগুলি কর্মমুখী কম্পিউটার প্রযুক্তিগত কোর্স, যেগুলি শিখে যুবক যুবতীরা তাদের কর্মজীবন কে সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে।
২০২৫ সালে যে সকল ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে , তাদের জন্য SMC ACADEMY নিয়ে এসেছে BCC (বেসিক কম্পিউটার কোর্স), মাত্র ৪০০০/- (চার হাজার টাকা) এর বিনিময়ে তিন মাসের একটি বেসিক কম্পিউটার কোর্স।
কোর্সের বিষয়বস্তু:- বেসিক কম্পিউটারের ব্যবহার , মাইক্রোসফট ওয়ার্ড , এক্সেল এবং পাওয়ারপয়েন্ট।
সাপ্তাহিক ক্লাস :- ২ দিন
SMC ACADEMY এর বৈশিষ্ট:-
১) একটি কম্পিউটার এ একজনকেই বসানো হয়।
২) সম্পূর্ণ Airconditioned (বাতানুকূল) কম্পিউটার ল্যাব।
৩) আমাদের প্রদত্ত সার্টিফিকেট সর্বত্র গ্রহণ যোগ্য।
৪) ল্যাপটপ এবং ডেস্কটপ সম্মিলিত কম্পিউটার ল্যাব।
৫) উচ্চ শিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত।
৬) ১৩ বছরের অধিক পুরানো অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষ কেন্দ্র।
৭) সরকার সীকৃতি প্রাপ্ত সংস্থা , ISO প্রত্যয়িত সংস্থা।
৮) অনলাইন এবং অফলাইনে ক্লাস করার সুবিধা।
৯) অনলাইন এবং অফলাইনে পরীক্ষা দেবার সুব্যবস্থা।
ভর্তি চলছে। ভর্তির জন্য আজ ই কল করুন ৯৮৩৬৫৭৭৫১২ নম্বর এ অথবা SMC একাডেমী এর বকুলতলা ব্রাঞ্চ এ গিয়ে আজ ই যোগাযোগ করুন।